Thursday, February 8, 2024

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন

বান্দার জন্য বারকাহ খুবই প্রয়োজনীয় এটা ছাড়া তার জীবনের কোনো কিছুতেই তিনি প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবেন। আর শায়খ সুলাইমান আল রুহাইলি বলেন, তিনটি বিষয় ছাড়া বারকাহ অর্জন করা সম্ভব নয়। নিচে তিনটি বিষয় তুলে ধরা হলো;

১। কুরআন নিয়ে গভীর চিন্তা - ভাবনা করা। ২। আল্লাহ তায়া’লার কাছে বিনয়ের সহিত চাওয়া - প্রার্থনা করা। ৩। পাপ ও অবাধ্য কাজ থেকে নিজের নফসকে হেফাজত রাখা।

আর ইবনুল কাইয়্যেম (র:) বলেন,
অন্তরকে জীবিত রাখার চাবি হল- কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করা, ভোর হওয়ার আগে (আল্লাহর কাছে) দোয়া করা এবং পাপ পরিত্যাগ করা।
কুরআন নিয়ে গভীর চিন্তা ও মর্ম উপলব্ধির জন্য কুরআনকে শুনতে হবে ও পড়তে হবে অর্থ সহ, যাতে করে সহজেই কুরআন অনুধাবন করতে পারা যায় এবং পৃথিবীর বর্তমান বাস্তবতাকে বিবেচনায় রেখে মানবকল্যানে এই কুরআনের বিধানকে প্রয়োগের কলাকৌশল নির্ধারণে নতুন নতুন সমস্যার সহজ ও সাধ্যপূর্ণ সমাধান বের করা যায়। তাই আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনে হাকীমের বিধান বাস্তবায়নের লক্ষ্যে কুরআন বুঝার চেষ্টা করি প্রতিদিন অন্তত আলকুরআনের একটি শব্দ হলেও বুঝার চেষ্টা করি। আমাদের জন্য সবচেয়ে বড় ও আশার বিষয় হলো আল্লাহ কুরআনকে বুঝার জন্য সহজ করেছেন যাতে করে আমরা কুরআন থেকে সহজে উপদেশ গ্রহন করতে পারি।

No comments:

Post a Comment

Professional Skills

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন বান্দার জন্য বারকাহ খুবই প্রয়োজনীয় এটা ছাড়া তার জীবনের কোনো কিছুতেই তিনি প্রকৃত স্বাদ উপভোগ কর...