Wednesday, December 27, 2023

ফোন হ্যাক হলে বুঝবেন কীভাবে এবং কিভাবে রক্ষা পাবেন?

ফোন হ্যাক হলে বুঝবেন কীভাবে এবং কিভাবে রক্ষা পাবেন?

ফোন হ্যাক হলে আপনার ব্যক্তিগত তথ্য ও অর্থসহ অনেক ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। তাই এটা খুবই জরুরী যে, আপনার ফোনটি কোনোভাবে হ্যাক হলো কি না সেটা নিশ্চিত হওয়া।ফোন হ্যাক হলে করণীয় কী সেটাও জানবো আজকের এই আর্টিকেলে। 

১। হ্যাকাররা মূলত ফোনে লোভনীয় বিজ্ঞাপন দেখিয়ে আয়ের উৎস তৈরি করে। এই কারণে ফোন হ্যাক হওয়ার কারণে বারবার ফোনে বিজ্ঞাপন দেখায়। অনেক সময় নোটিফিকেশনে অথবা ফুল স্ক্রিনে বিজ্ঞাপন দেখানো হয় ।

২। কোনো অস্বাভাবিক কার্যকলাপ হলে সাবধান হোন। যেমন-অ্যাপগুলো নিজে থেকেই চলছে, অতিরিক্ত ব্যাটারি খরচ হচ্ছে, প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ডাটা ব্যবহার হয়ে যাচ্ছে, অডিও রেকর্ডিং, অজানা মেসেজ ইত্যাদি আসে।

৩। ফোনে হঠাৎই কোনো অ্যাপ ডাউনলোড হয়ে আছে, তাহলে হতে পারে ফোনটি হ্যাক হয়েছে। অনেক সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। 

৪। ফোনের তারিখ পরিবর্তন হয়ে গেলে। যা আপনি করেন নি।

যদি দেখেন উপরের কোনো একটি বিষয় আপনার ফোনে হচ্ছে তবে দ্রুত নিচের কাজ গুলো করলে আপনি বেঁচে যাবেন। 

  • স্মার্টফোনে আপডেটেড অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার স্ক্যানার ডাউনলোড করুন। আর ইতোমধ্যে ডাউনলোড করা থাকলে, তা আপডেট করুন। ম্যালওয়্যার বা অন্যান্য সফটওয়্যারকে ফোন থেকে বের করে দেয় এই ধরনের অ্যান্টিভাইরাস।
  • অ্যাপ বা ভার্সন চেক করুন। যদি ফোনে হঠাৎই কোনো অ্যাপ ডাউনলোড হয়ে আছে, যা আপনি ডাউনলোড করেননি এমন অ্যাপ যদি ফোনে থাকে, তবে দেখার সঙ্গে সঙ্গে সেটিকে ফোন থেকে মুছে ফেলুন।
  • পুরনো ও অপ্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করবেন না। ফোন থেকে সেগুলো সরিয়ে ফেলুন। যদি সেগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপডেট দিন।
  • ফোনের সকল এপ ও সফটওয়্যার নিয়মিত আপডেট করুন।
  • সর্বপরি সজাগ থাকুন ফোনে অপ্রয়োজনীয় অডিও ও ভিডিও রেকর্ড হলে সে গুলো সে সফটওয়্যার গুলো করেছে সেই সফটওয়্যারকে রিমুভ করুন।

No comments:

Post a Comment

Professional Skills

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন বান্দার জন্য বারকাহ খুবই প্রয়োজনীয় এটা ছাড়া তার জীবনের কোনো কিছুতেই তিনি প্রকৃত স্বাদ উপভোগ কর...