Monday, July 12, 2021

স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার সফলতা ও ব্যর্থতা : নাজমুল হাসান


 

স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার সফলতা ও ব্যর্থতা : নাজমুল হাসান

আমাদের সকলের আছে স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কত মরিয়া হয়ে কত শত প্রচেষ্টারত আছি। কিন্তু দিন শেষে আমাদের অধিকাংশই হতাশ ও বিফল। কিন্তু কেন আমাদের এমন অবস্থা। আসুন আজ জেনে নেই সেই বিষয়ে কিছু কথা কিভাবে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নে সফল হতে পারবো সঠিক প্রচেষ্টায় সময় ব্যয় করে। চলুন...

 
একজন প্রশিক্ষক প্রশিক্ষণ চলাকালে তাঁর প্রশিক্ষণার্থীদের বললেন আপনাদের মধ্যে সবচেয়ে যারা নিজেদের শক্তিশালী মনে করেন এমন দশ জন মঞ্চ আসুন আমরা একটা গেমস খেলব! কথা মতো দশজন বীর পালোয়ান মঞ্চে হাজির হলেন, সবার হাতে একটা করে বেলুন দেয়া হলো আর বলা হলো বেলুন ফুলানোর জন্যে। বেলুন ফুলানোর পর তাদের বলা হলো এবার আপনার জীবনের সব স্বপ্ন ভালোবাসা গুলোকে রাখুন স্বযত্নে ফুলানো বেলুনের মধ্যে। এবার হাতে কলম নিন। খেলার সময় মাত্র ২ মিনিট। শেষ পর্যন্ত যার বেলুনটি অক্ষত থাকবে সেই আজকের খেলার বিজয়ী খেলার শর্ত নিজ বেলুন নিজে ফুটানো যাবে না। বাশিঁতে ফুঁ দেওয়া হলো যে যার মতো নিজের বেলুনটা আড়াল করে অন্যেরটা ফুটা করতে লাগলো এ যেন এক মহাযুদ্ধ খেলার সময় বাকি ৩০ সেকেন্ড একজনের হাতে মাত্র একটা বেলুন অবশিষ্ট সবাই মিলে মহাযুদ্ধ করে তার বেলুনটাও ফুটিয়ে ফেলল। খেলা চলাকালীন একজন কলমের খোচায় আহত হয়েও গেছে। খেলা শেষ এবার ফলাফল ঘোষণা করার পালা কিন্তু সবাই পরাজিত!!


এবার প্রশিক্ষক সবাই কে উদ্দেশ্য করে বললেন, সবাই কে তো বলা হয়েছিল যে, নিজে নিজের কলম দিয়ে নিজ বেলুন ফুটাবেন না আর সময় শেষে যার বেলুনটা অক্ষত থাকবে সেই বিজয়ী, কিন্তু আপনারা যদি একে অপরের বেলুন গুলো না ফুটাতেন, ২ মিনিট ধৈর্য ধরে যত্ন করে রাখতেন তবে সবাই বিজয়ী হতেন!!! আপনাদের তো বলা হয় নাই যে অন্যেরটা ফুটিয়ে আপনাকে বিজয়ী হতে হবে।


এবার সবাই হকচকিয়ে উঠলেন আর লজ্জায় মাথা নত করলেন। এবার প্রশিক্ষক বললেন এটাই আমাদের সমাজের #বাস্তবচিত্র আমরা এইভাবে প্রতিদিন আমাদের #ভালোবাসা স্বপ্নগুলো কে নষ্ট করছি একে অন্যেরটা। ঠিক সবাই নিজ নিজ ভালোবাসা ও স্বপ্ন কে বিজয়ী করতে অন্যের টা নষ্ট করছি এইভাবেই সবাই সবার স্বপ্ন ভালোবাসা আশা আক্ঙখা কে বিনষ্ট করে যাচ্ছি।

সমাজে আমরা এভাবেই নিজের #স্বপ্ন #ভালোবাসা কে জয়ী করতে অন্যের #স্বপ্ন ভালোবাসা গুলোকে খুচিয়ে খুচিয়ে হত্যা করি বা গলা চিপে হত্যা করি। সময়ান্তে আমরা সবাই মানুষ হিসেবে পরাজিত আর লজ্জিত হই। আসুন আমরা নিজ নিজ স্বপ্ন ভালোবাসা কে ভালবাসি পরিচর্চা করি তীব্র আকাঙ্খা নিয়ে দায়িত্ব নিতে শিখুন দায়িত্ব নিন শিখুন আর প্রেষনা সামনে এগিয়ে যান সাথে নিজে কে অন্যের ভালোবাসা ও স্বপ্নের জন্য ক্ষতিকারক না করে হেফাযত কারী হিসেবে তৈরি করুন দেখবেন সবাই আমরা বিজয়ী বীরের মতো জীবনে সাফল্যমণ্ডিত হতে পারবো।

No comments:

Post a Comment

Professional Skills

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন বান্দার জন্য বারকাহ খুবই প্রয়োজনীয় এটা ছাড়া তার জীবনের কোনো কিছুতেই তিনি প্রকৃত স্বাদ উপভোগ কর...