ভয় দিয়ে জয় নয় ভালোবাসা দিয়ে পৃথিবী জয়: নাজমুল হাসান
ছোট্ট সংসারে প্রিয়তমা স্ত্রী বা প্রিয়তম স্বামী ভয় দেখাচ্ছে সংসার ভাঙ্গার, শত স্বপ্ন নিয়ে পড়তে আশা ছোট্ট শিশুকে ভয় দেখানো হচ্ছে প্রাইভেট টিউশনিতে না যোগ দিলে পরীক্ষায় কম নম্বর দিয়ে অকৃতকার্য করে দেওয়ার, মহিরুহ সুস্থতার আশা নিয়ে চিকিৎসকের কাছে আসা রোগীকে রোগের ভয় দেখিয়ে তাকে দূর্বল করে সুস্থ জীবনের ব্যাপারে আশাহত করে দেওয়ার, মায়ের গর্ভে থাকা চিরসুন্দর নিষ্পাপ শিশুকে পৃথিবীর সুন্দর দেখতে মায়ের গর্ভ থেকে সুস্থভাবে বের করে আনতে যাওয়া মা ও বাবাকে আগত শিশু ও মায়ের স্বাস্থ্যঝুকির ভয় দেখিয়ে সিজার করার জন্য বাধ্য করতে ভয় দেখানো, প্রকৌশলী কর্তৃক নিমার্ণত্তোর কালে স্থাপনার ক্ষতির ভয় দেখানো, শান্তি ও মিমাংসা প্রত্যাশি ব্যক্তিদের মামলা, জেল জুলুমের ভয় দেখানো, মেহনতি মানুষকে কর্মচ্যুত করার ভয় দেখিয়ে স্বল্পমূল্যে অধিক কর্মঘণ্টা কাজ করিয়ে নেওয়া, ঘাটের ধারে অপেক্ষায় থাকা আগত যাত্রীদের যান না পাওয়ার ভয় দেখানো, সংবাদ পত্রে যা খুশি তাই লিখে অপমান ও মানহানি করানোর ভয় দেখানো, ধর্ম প্রাণ মানুষদের জঙ্গী বানিয়ে জেলে ঢুকানোর ভয় দেখানো, রাজনৈতিক নেতা কর্তৃক ভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের খেলা হবে বলে ভয় দেখানো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি কর্তৃক অন্য রাজনৈতিক নেতাকর্মীদের জেলে ভরে অত্যাচারের ভয় দেখানো, ক্ষমতাশীন রাজনৈতিক দলে নেতা কর্মীরা ক্ষমতার পালাবদলে নির্বিচারে নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের গুম, খুন ও অত্যাচারের ভয় দেখানো, আমাদের চারিধারে এই রকম হাজার রকমের ভয় ও ভীতির বাস্তব উপাখ্যান বিদ্যমান যার স্মারণী প্রতিদিনই হচ্ছে দীর্ঘ আর দীর্ঘ হচ্ছে মানুষের দুঃখের দিন ও রাতে পরিধি!
চারদিকে শুধু ভয় আর ভীতির পরিবেশ তৈরি করে যে যার মতো নানান স্বার্থ হাসিলে ব্যস্ত। অথচ কখনো এটা চিন্তাও কেউ করে না যে, ভয় দেখিয়ে যা কিছু পাওয়া যায় তা খুবই অনিশ্চিত ও ভঙ্গুর। তার বিপরীতে ন্যায্যভাবে, পরম মমতা ও ভালোবাসা দিয়ে বা সঠিক জ্ঞানে আলোকে সচেতনতা তৈরি করে যে, অবস্থা, কর্ম সম্পাদিত হয় বা সম্পর্ক তৈরি হয় সেটা বহুগুন মজবুত ও আস্থাশীল। তাবৎ দুনিয়ার সকল বাঁধা বিপত্তিকে পিছনে ফেলে বীরের মতো বুক চেতিয় দাড়িয়ে থাকে বা স্থির থাকে সে অবস্থা বা বন্ধন কুতুব মিনারের মতো বা চীনের প্রাচীরের মতো বা শাহজাহানের তাজমহলের মতো, আইফেল টাওয়ারের মতো, কিংবা মক্কার নগরীর ক্বাবা ঘরের মতো, যাকে দুনিয়ার শুরু থেকে আল্লাহর প্রিয় মানুষেরা পরম ভালোবাসায় ও শ্রেদ্ধায় আগলে রেখেছে, সংস্কার করেছে এবং সব সময় তার সান্নিধ্যে যেয়ে মহান রবের নৈকট্য পেতে চায়। আসুন, ভয় বা ভীতির পরিবেশ তৈরি করা বন্ধ করি। মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আর এই ভালোবাসা আমাদেরকেও আমাদের মহান রবের ভালোবাসা ও পুরস্কার পেতে সাহায্য করে যে, ভালোবাসা চিরন্তন ও যে পুরস্কার স্থায়ী।
ভয় আর ভীতির পরিবেশ তৈরি করা যদি বন্ধ না করা হয় তবে আমাদের প্রিয় এ সংসার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাড়াতে পারে তা কি একবার আমরা ভেবে দেখেছি? ভয়ের এই পরিবেশ থেকে প্রিয় সংসার, সমাজ ও রাষ্ট্রকে বাঁচাতে ভূমিকা রাখতে হবে আমাদের সবার। সবাইকে ঐক্যবদ্ধভাবে ভয়কে জয় করতে হবে ও ভয়ের পরিবেশকে ভেঙ্গে ফেলে সবাই মিলে ভালোবাসা, বিশ্বাস, যত্ন ও আত্মত্যাগের মধ্যদিয়ে সবাই সবার জন্য একটি সৎ ও সুন্দর নির্ভয় পরিবেশ গড়ে তুলবো । যেখানে সবাই মুক্ত মনে মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়ে সকল পথ ও মতের মানুষের একটি মিলন মেলায় শৃঙ্খলাপূর্ণ সহাবস্থান পাবে।
No comments:
Post a Comment