Wednesday, December 27, 2023

কমপিউটার হ্যাং করছে সমাধান কি এবং হ্যাং যাতে না হয় তার জন্য করণীয়

কমপিউটার হ্যাং করছে সমাধান কি এবং হ্যাং যাতে না হয় তার জন্য করণীয়

কম্পিউটার পুরাতন হলে বা কিছুদিন চালানোর পরই এমন হতে পারে যে, কমপিউটারে যেকোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে বা প্রোগ্রাম ক্র্যাশ হতে পারে। কিছু নিয়ম মেনে কম্পিউটার হ্যাং হওয়ার থেকে মুক্তি পেতে পারেন।

১। কমপিউটার কীবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে রাখার সময়, একই সাথে শিফট ও এসকেফ বাটন চাপতে হবে। ফলস্বরূপ, উইন্ডোজ "টাস্ক ম্যানেজার" Task Manager দৃশ্যমান হবে। আপনাকে সেখানে প্রোসেস Process অপশন বেছে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যে প্রোগ্রামগুলি আপনার কমপিউটারকে হ্যাং করে দেয় তা নট ওয়ার্কিং Not Working দেখাচ্ছে কিনা। এখন প্রোগ্রামটিতে ক্লিক করুন, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে সেগুলো বন্ধ করতে হবে (End Task) বাটন ক্লিক করে। ফলস্বরূপ, প্রোগ্রামটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ডিভাইসটি  হ্যাং অবস্থা থেকে বেরিয়ে আসবে।

২। একই সাথে আপনার কীবোর্ডে উইন্ডোজ এবং আর লেটার বাটন একসঙ্গে চাপলে রান অপশন ওপেন হবে। এখানে আপনাকে ইংরেজিতে রিসেন্ট Recent , টেম্প Temp, প্রিফেচ, ট্রি ক্লিক করতে হবে। ফলস্বরূপ, অপ্রয়োজনীয় ফাইলগুলি সম্পূর্ণরূপে মুছে ফেলা যাবে। এখন আর আগের মতো কমপিউটার হ্যাং হবে না। 

৩। লোকাল ডিস্কে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা উচিত। কারণ যেকোন সফটওয়্যার রান করার সময় লোকাল ডিস্ক এবং র‍্যামের মেমরি স্পেস দখল করে। তাই অ্যাপ্লিকেশন চালু করার সময় কিছু ফাঁকা জায়গা ছাড়া একটি সফটওয়্যার সুন্দরভাবে চালু হয় না। 

৪। যদি আপনার কম্পিউটারে অল্প র‌্যাম লাগানো থাকে বা HDD type হার্ডডিক্স লাগানো থাকে তবে SSD type হার্ড ডিক্স লাগিয়ে নিলে আপনার পিসি খুবই দ্রুত কাজ করবে। 

 

কম্পিউটার হ্যাং প্রতিরোধে আপনি নিচের কাজ গুলো করতে পারেন:

  • কম্পিউটারের হার্ড ড্রাইভে কমপক্ষে ৮ GB স্পেস রাখতে হবে।
  • যেসব এপ্লিকেশন প্রয়োজন সেগুলো শুধু Install করে বাকি অপ্রয়োজনীয় এপ্লিকেশন গুলো Uninstall করতে হবে।
  • যেসব এপ্লিকেশন অধিক জায়গা নেয় সেসব এপ্লিকেশন কাজ করার পর Uninstall করে রাখতে হবে।
  • ততোধিক প্রোগ্রাম একসাথে না চালানো।
  • PC cleaner সফটওয়্যার গুলো ব্যবহার করবেন৷
  • দুই তিন ঘন্টা পরপর কম্পিউটার Restart দিবেন।
  • RAM cleaner 3 RAM Optimizer এপ্লিকেশন ব্যবহার করবেন।
  • একটি Antivirus সফটওয়্যার ব্যবহার করতে পাবেন। (ফ্রি হলেও চলবে)
  • Firewall এর ব্যবহার করতে হবে ইন্টারনেট সিকিউরিটির জন্য।
  • Operating system update রাখুন সবসময়।
  • PC তে Command দিলে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। Response না এলেও কিছুটা সময় অপেক্ষা করা শ্রেয়। নতুবা, একটানা বারবার PC তে Command দিলে এক্ষেত্রে হ্যাং করার সম্ভাবনা থাকে ।

 

 

No comments:

Post a Comment

Professional Skills

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন বান্দার জন্য বারকাহ খুবই প্রয়োজনীয় এটা ছাড়া তার জীবনের কোনো কিছুতেই তিনি প্রকৃত স্বাদ উপভোগ কর...