অনলাইনে আয়কর রিটার্ন যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে এই লিংকে প্রবেশ করুন। 

 https://etaxnbr.gov.bd/#/submission-verification

 

 ২. নিচের তথ্য গুলো ইনপুট দিন। 

  • এখন প্রথমে TIN No লেখা ঘরে আপনার TIN নম্বর লিখুন। 
  • দ্বিতীয় Assessment year ঘরে কর গণনা বর্ষটি নির্বাচন করুন [বর্তমানে করবর্ষ ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ এর আয়কর রিটার্ন অনলাইনে যাচাই করা যাচ্ছে। আপনি যদি করবর্ষ ২০২১-২০২২ এর আয়কর রিটার্ন জমা যাচাই করতে চান তবে ২০২২-২০২৩ এর উপর ক্লিক করে ২০২২-২০২৩ সিলেক্ট করুন আর যদি করবর্ষ ২০২২-২০২৩ এর আয়কর রিটার্ন জমা যাচাই করতে চান তবে ২০২৩-২০২৪ এর উপর ক্লিক করে ২০২৩-২০২৪ সিলেক্ট করুন ] 
  • সর্বশেষ ঘরে আপনি পাশে থাকা Captcha Code লিখুন। [যদি কখনো Captcha Code কঠিন হয় তবে Captcha Code এর পাশে থাকা Reset চিহ্নটিতে ক্লিক করুন তবে আরেকটি চলে আসবে।]

৩. এরপর  সর্বশেষ সবুজ রঙের Verify বাটনে ক্লিক করুন।

তবে আপনি সবুজ রঙের Verify বাটনের নিচে আপনার ফলাফলটি পেয়ে যাবেন নিচের ছবির মতো। আপনি যদি ই-রিটার্ণ এর মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন এবং তা ঠিক মতো জমা হয়ে থাকে তবে নিচের ছবির মতো আপনার নাম, TIN সহ লেখা আসবে, যে has filled income tax return for the Assessment year 2023-2024 Using eReturn system লিখা থাকবে।

 

 

আর যদি আপনি ম্যানুয়ালি আয়কর অফিস কাগজে পত্র সহকারে জমা দিয়ে থাকেন তবে লিখা উঠবে।


 

 

আপনি তখন নিশ্চিত হয়ে গেলেন যে, আপনার আয়কর রিটার্ন যথাযথভাবেই আয়কর অফিসে জমা হয়েছে।  এখন চাইলে এটা আপনি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন অথবা আপনার মোবাইলে বা পিসিতে Pdf আকারে সেভ করে রাখতে পারেন।

 

সাবধান! ভূয়া রিটার্ণ রশিদ দাখিলে সতর্ক হওয়া এখন জরুরী

বাংলাদেশ সরকার কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করেছে, সঞ্চয়পত্র ক্রয় সহ বেশি কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিলের রশিদ অতীব জরুরি এবং ঐ সকল কাজে কোন ভাবেই রিটার্ণ দাখিল ছাড়া অগ্রগতি সম্ভব হবে না। তাই কিছু ব্যক্তি এই সুযোগে ভুয়া রিটার্ণ রশিদ দেখিয়ে কাজ সম্পন্ন করছিলেন। যেহেতু অনলাইনে রিটার্ণ দাখিল চেক করা যায় তাই কোন ভাবে এখন আর চালাকি বা সরকারকে ফাঁকি দেওয়া যাবে না।

কেউ জাল দলিল করলে ২ বছর এবং মালিকানার অতিরিক্ত জমি রেজিস্ট্রি করে নিলে ৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। কারও জমি জোরপূর্বক দখল করে নিলে জেল-জরিমানা হবে ৩ বছর। জেল জরিমানার হাত থেকে বাঁচতে ভূয়া কাগজপত্র দাখিল করা থেকে বিরত থাকুন।

 আপনি যদি অন্য কারোর মাধ্যমে যেমন আয়কর পেশাজীবি বা আইনজীবির মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেন, তবে আপনি এখন অনলাইনে আপনার রিটার্ন যাচাই করে নিশ্চিত হতে পারবেন যে, আপনার আয়কর রিটার্ন সত্যিকার্থে জমা হয়েছে কিনা।

 

bd income tax 2023, Verify Return submission online,Bd income tax return submission online, আয়কর রিটার্ন যাচাই,