Wednesday, December 6, 2023

আপনার কম্পিউটারের গতি বাড়ানোর কৌশল | How to increase the speed of your computer


আপনার কম্পিউটারের গতি বাড়ানোর কৌশল | How to increase the speed of your computer

আপনার কম্পিউটার কিনেছেন কয়েক মাস বা বছর খানেক আগে তখন খুবই ফাস্ট বা দ্রুত কাজ করতো কিন্তু এখন বেশ স্লো হলে প্রথমে দেখতে হবে যে, এমন কোনো অ্যাপ আছে কি না, যা অত্যধিক মেমোরি ব্যবহার করছে। সেটা চেক করার জন্য আপনি আপনার টাক্সবারের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Task Manager টাক্স ম্যানেজার টি খুলুন এবং Process tab থেকে দেখে নিন কোন সফটওয়্যার কেমন মেমোরি কনজিউম করছে। এরপর Task Manager এর Startup apps ট্যাব থেকে চেক করুন যে কোন কোন সফটওয়্যার আপনি যখন কম্পিউটার ওপেন করেন তখন শুরুতেই চালু হয়ে যায়। যদি কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার রানটাইমে চালু হওয়ার জন্য Enable থাকে তবে তা Disable করে দিন। এছাড়াও একবার নিজের কম্পিউটার রিস্টার্ট করতে হবে এবং দেখতে হবে সেই সমস্যাটি সমাধান হয়েছে কি না। যদি এভাবে ঠিক না হয় তাহলে যে কাজগুলো করতে পারেন-

১। প্রথমেই চেক করুন আপনার কম্পিউটারে কোনো ভাইরাস এফেক্টেড হয়েছে কি না। ভাইরাস, ম্যালওয়্যার পরীক্ষা করতে একটি অ্যান্টিভাইরাস স্ক্যানার চালু করতে হবে।

২। সি ড্রাইবে অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে কম্পিউটারের গতি কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যবহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল রিসাইকল বিনে পাঠিয়ে দিন এবং রিসাইকল বিনকে পরিস্কার করুন। এই ক্ষেত্রে আপনি ডিক্স ক্লিনাপ Disk Cleanup অপশনটি ব্যবহার করতে পারেন।

৩। কম্পিউটারের গতি বাড়াতে হার্ড ড্রাইভের জায়গা খালি রাখা খুবই জরুরি। কম্পিউটারের হার্ড ড্রাইভ সম্পূর্ণ ভরে রাখা একেবারেই উচিত নয়। বিশেষজ্ঞগণ মতে, হার্ড ড্রাইভের ৮৫ শতাংশ ভরে গেলেই তা যন্ত্রের ওপর প্রভাব ফেলতে শুরু করে। এতে প্রায় ৫০ শতাংশ গতি হ্রাস পেতে পারে ল্যাপটপের। ডাউনলোড করা প্রোগ্রাম, ছবি, গানের লাইব্রেরি হার্ড ড্রাইভের ওপর চাপ বাড়ায়। এজন্য অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন। এটা মনে রাখা জরুরী যে, কোনো হার্ড ডিক্সের বা মেমোরীর তথ্য এক্সেস করার জন্যেও একটি নিদিষ্ট মেমোরী স্পেস খালি রাখা প্রয়োজন।

৪। আপনার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারা দিনের ইন্টারনেট সার্ফিংয়ের ওপরও ল্যাপটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করুন।

৫। যদি আপনার কম্পিউটারটি অনেক পুরাতন হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আপনি একটি নতুন SSD ক্রয় করে কম্পিউটারে ইন্সস্টল করে নিন এবং অপারেটিং সিস্টেমটি ঐ এসএসডিতে রাখুন দেখবেন কম্পিউটার বেশ ভালো ভাবেই কাজ করতেছে। 

৬। কম্পিউটার চালু না হলে, পাওয়ার, এক্সটার্নাল ডিভাইস এবং ডিসপ্লে চেক করুন। যদি কারও কম্পিউটার চালু না হয়, তাহলে প্রথমে নিজেদের পাওয়ার সাপ্লাই চেক করতে হবে। যদি এটি ঠিক থাকে এবং তবে চার্জ সংক্রান্ত কিছু থাকলে সেটা চেক করুন। তাহলে এটির সঙ্গে কোনো বাহ্যিক ডিভাইস সংযুক্ত আছে কি না তা পরীক্ষা করতে হবে। এরপর ডিসপ্লে ঠিক আছে কি না চেক করতে হবে। এইচডিএমআই তারের মাধ্যমে একটি বাহ্যিক ডিসপ্লে সংযুক্ত করতে হবে এবং কম্পিউটার চালু হয় কি না তা দেখতে হবে। যদি কোনো কিছুই কাজ না করে, তাহলে অভ্যন্তরীণ হার্ডওয়্যারে সমস্যা হতে পারে। অনুগ্রহপূর্বক একজন ম্যাকানিককে দেখান।

No comments:

Post a Comment

Professional Skills

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন

বারকাহ অর্জনের শ্রেষ্ঠ উপায় আলকুরআনের অনুধাবন বান্দার জন্য বারকাহ খুবই প্রয়োজনীয় এটা ছাড়া তার জীবনের কোনো কিছুতেই তিনি প্রকৃত স্বাদ উপভোগ কর...